
প্রেমের লাজে
--- আব্দুস সালাম
আমার প্রিয়ার মাঝে
উঠিল ফুটে প্রেমের কলি,
ভালোবাসি তোমায় সখি
কি করে যে বলি।
তুমি যখন কাছে আশো আমার
ভেবে পাইনা কি করি,
না বলা কথা বলতে চেয়ে তোমায়
্আমি যে এখন প্রেমের লাজে মরি।
আমার চোঁখে চোঁখ রেখে যদি...