প্রশ্ন ফাঁস
-----------------------
-----------------------
--আব্দুস সালাম
সমাপনী থেকে শুরু করে যদি,, প্রশ্ন ফাঁস হয়,
সেই দেশের শিক্ষার ব্যবস্থা,, বেঁচে কি আর রয়।
সারা বছর পড়া - লেখার,, হয় না তাদের দরকার,
ইন্টারনেট আর ফেছবুকে,, সময় কাটে সবার।
সরকার এবং প্রশাসনের,, নেইতো কারো মাথা ব্যথা,
খালি পকেট ভর্তি করে,, উচ্চপদস্ত কর্মকর্তারা।
নিজের সার্থে দেশের ধংস,, করে বেড়ায় যারা,
দেশের শত্রু, জাতির শত্রু, বিবেকহীন হয় তারা।
ছাএ-ছাএীদের কাজ হলো সারা বছর,, বই, পুস্তক ঘাটাঘাটি করা,
শিক্ষদের উচিত কোচিং বাণিজ্য বাদ দিয়ে,, ক্লাস রুমে সঠিক শিক্ষা দেওয়া।
দেশের সার্থে,, জাতির সার্থে,, আশতে হবে সবাইকে এগিয়ে,
নকল এবং প্রশ্ন ফাঁস রোধে কঠোর হতে হবে,, সরকার এবং প্রশাসনকে।
#লেখকের এর আগের কবিতা -
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
শুভ কামনা...