ভালোবাসা ডোরে
-------------------------------------
--- আব্দুস সালাম
তোমাকে এনে রাখিব আমার ছোট্ট ভালোবাসা ডোরে / নীড়ে,
ভালোবাসা দিয়ে বুকের মধ্যে, যতন করে রাখিব আমি তোমারে।
ভুল বুজে কখনো তুমি, যেওনা আমাকে ছেড়ে,
থাকতে পারবনা এক মুহূর্তের জন্য, আমি তোমাকে ভুলে।
আমার হৃদয়ের ফুলের বাগিচায়,
যতন করে রাখিব আমি তোমায়।
বাঁশি ফুলের মত তোমার মন থেকে কখনো,
রাস্তায় ছুড়ে ফেলে দিওনা আমায়।
সুখে দুঃখে চিরদিন আমার পাশে থাকবে, ভালোবাসবে --
আমার হাতে হাত রেখে, চোঁখে চোঁখ রেখে, কথা দাও আমায়।
আমিও তোমাকে বলে দিতে চাই, জীবনের চেয়েও বেশি ভালোবাসবো,
মরণের আগে ও পরে, শুধু তোমায়।
কবি -- আব্দুস সালাম এর আগের কবিতা-
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
শুভ কামনা...