প্রেমের লাজে
--- আব্দুস সালাম
আমার প্রিয়ার মাঝে
উঠিল ফুটে প্রেমের কলি,
ভালোবাসি তোমায় সখি
কি করে যে বলি।
তুমি যখন কাছে আশো আমার
ভেবে পাইনা কি করি,
না বলা কথা বলতে চেয়ে তোমায়
্আমি যে এখন প্রেমের লাজে মরি।
আমার চোঁখে চোঁখ রেখে যদি...
বিশ্ব বেহায়াপনা দিবস
-------------------------------
---আব্দুস সালাম
ভাবতেও আজ অভাক লাগছে
১৪" ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আসে,
সেই বেহায়াপনা দিবস পালন করতে গিয়ে
কত পবিত্র ছেলে- মেয়েরা অপবিত্র হচ্ছে।
ভালোবাসা...
প্রশ্ন ফাঁস -----------------------
--আব্দুস সালাম
সমাপনী থেকে শুরু করে যদি,, প্রশ্ন ফাঁস হয়,সেই দেশের শিক্ষার ব্যবস্থা,, বেঁচে কি আর রয়।সারা বছর পড়া - লেখার,, হয় না তাদের দরকার,ইন্টারনেট আর ফেছবুকে,, সময় কাটে সবার। সরকার এবং প্রশাসনের,, নেইতো...