প্রেমের লাজে
--- আব্দুস সালাম
আমার প্রিয়ার মাঝে
উঠিল ফুটে প্রেমের কলি,
ভালোবাসি তোমায় সখি
কি করে যে বলি।
তুমি যখন কাছে আশো আমার
ভেবে পাইনা কি করি,
না বলা কথা বলতে চেয়ে তোমায়
্আমি যে এখন প্রেমের লাজে মরি।
আমার চোঁখে চোঁখ রেখে যদি তুমি
মনের ভাষা বুঝে নাও,
ভালোবেসে তোমার চুলের খোঁপায়
প্রেমের কলি গুজে দিব হৃদয়ে।
আপনার যোদি কবি আব্দুস সালামের প্রেমের লাজে কবিতাটি ভালো লেগে থাকে তাহলে কবি আব্দুস সালামের এর আগের ভালোবাসা ডোরে কবিতাটি দেখে আসতে পারেন।
আপনার যোদি কবি আব্দুস সালামের প্রেমের লাজে কবিতাটি ভালো লেগে থাকে তাহলে কবি আব্দুস সালামের এর আগের ভালোবাসা ডোরে কবিতাটি দেখে আসতে পারেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
শুভ কামনা...