
সু্রকন্যা
পদ্য কবি-- বাবুল হোসেন .
গুন গুনিয়ে সুর ছড়িয়ে কে তুমি গো সুরকন্যা মনের মাঝে রণন তুলে যাও রাঙিয়ে চিত্ত পাগল নৃত্যতালে ক্ষণে ক্ষণে দোলের দোলা মন মাতিয়ে হারাও নিরুদ্দেশে --মনের তরী যায় ভেসে যায় প্রবল স্রোতের মাতাল হাওয়ায় কোন অজানায়...