*** অপেক্ষা ***
আমাকে-ই বাসবে ভালো,
এটাই বিশ্বাস করি।
দিন যায়,, রাএি আশে --
মনের আশা মনেই থাকে,
আশার প্রদীপ গুলো --
মিটি মিটি জ্বলে।
উদাসি মনের,, ফাল্গুনী বাতাসে --
মন যে আমার দোলে,,
তোমার কথা ভেবে ভেবে --
দিন যে আমার কাটে।
মনের জানালায় উকি দিয়ে --
যাওগো আমায় ছুয়ে,,
ভালোবাসার পরশ ভুলিয়ে --
রেখো প্রতি ক্ষণে।
কবি------
আব্দুস সালাম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
শুভ কামনা...