বিশ্ব বেহায়াপনা দিবস
-------------------------------
---আব্দুস সালাম
ভাবতেও আজ অভাক লাগছে
১৪" ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আসে,
সেই বেহায়াপনা দিবস পালন করতে গিয়ে
কত পবিত্র ছেলে- মেয়েরা অপবিত্র হচ্ছে।
ভালোবাসা দিবস নোংরামি দিবস
সচেতন এবং বিবেকবান মানুষেরা যদি
তরুণ - তরুণীদের বুঝাতে পাড়তো,
সেই ভুল পথে পা বাড়াতে গিয়ে
একবার হলেও তারা ভেবে দেখতো।
বিভিন্ন দিবসের নাম করে ছেলে- মেয়েরা
প্রকাশ্য ঘুরে বেড়ায় প্রতি নিয়ত
বাবা- মা কি কখনো ভেবে দেখেছে
কি হারাচ্ছে তাদের আদরের সন্তানেরা।
ভালোবাসা দিবস পালন করে ইহুদি, আর খ্রিষ্টান
তাদের সাথে বাংলাদেশের,, নেইতো কোন ব্যবধান,
ভালোবাসা দিবস পালন করা, ইসলাম সমর্থন দেয় না--
ইহুদি, খ্রিষ্টানেরা পালন করে,, মুসলমানদের জায়েজ না।
ভালোবাসা হলো চিরদিনের জন্য,, ক্ষণিকের জন্য নয় তো
ভালোবাসতে কোন দিবস লাগেনা,, সম্পূর্ন মনের ব্যাপার যে।
লেখকের এর আগের কবিতা -
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
শুভ কামনা...