***লগ্নভ্রষ্টা****
----প্ররনোটি গোস্বামী
![]() |
কবিতার কণ্ঠ |
কিছু অলিখিত আইন
কিছু স্বপ্ন
কিছু নির্ঘুম রাত।
অনেকানেক ইপ্সা,
কিছু বাস্তবিক বাধার পাহাড়।
কিছুটা ডিঙিয়ে যাবার প্রয়াস।
অনেক অসমর্থতার বোঝা,
কেন জানতে চাও কেমন আছি?
আমার হাতে ব্যাথার মলম।
ছেঁড়া জুড়ে দেবার ছুঁচসুতো।
পিঠের উপর হেরে যাওয়া পাহাড়।
তোমাকে জানাই না।
এখানে অতিথি নারায়ণ
সবার পায়ের জুতার মাপ নিরুপন করি
বাঞ্ছিত পা দুটি এখন ও তো এলোনা।
রাত্রি নামে আপন খেয়ালে
আমার নির্ঘুম দেওয়ালে চাঁদ দাগ ফেলে যায়।
জোনাকি লজ্জা পেয়ে আলো নেভায়,
আমার অলিখিত আইন একলা।
নিয়মের ঘর লগ্নভ্রষ্টা।
বালিশের তুলো জমাট বাঁধে।
গুটি গুটি পায়ে ভোর নামে।
ব্যালকনির অপরাজিতা।
# এর আগের কবিতা -
মা আমরা লজ্জিত
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
শুভ কামনা...