আমার তুমি
******************
--- প্ররনোটি গোস্বামী
![]() |
আমার তুমি |
আমার মনে আছ সেই তুমি...
সন্ধ্যা বেলা মানে তুমি..
ছাদের ধার মানে তুমি...
বিকালের বেনীতে কেন তুমি??
ঝড়ের বেগে আছ তুমি..
পুকুরে শাপলা মানে তুমি..
কেন বসন্ত মানে তুমি
কেন শ্রাবন ঝুলায় তুমি??
আমার আঁজলা ভরে তুমি..
কলঙ্ক কাজলে তুমি..
জপের মালায় থাক তুমি..
কেন শুষ্ক আলের ধারে তুমি??
আমার মরন কালে তুমি..
আামার ধূপের ধোঁয়ায় তুমি..
আমার সব প্রশ্নে তুমি..
কেন আমার শ্যাম হলেনা নীল হয়েছ তুমি??
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
শুভ কামনা...