মামুন লায়লার ভিডিও দেখতে,,,,,
Popanda
শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
রবিবার, ১৮ মার্চ, ২০১৮
বাংলা প্রেমের কবিতা - সু্রকন্যা!
সু্রকন্যা
পদ্যকবি-- বাবুল হোসেন
.
গুন গুনিয়ে সুর ছড়িয়ে
কে তুমি গো সুরকন্যা
মনের মাঝে রণন তুলে
যাও রাঙিয়ে
চিত্ত পাগল নৃত্যতালে
ক্ষণে ক্ষণে দোলের দোলা
মন মাতিয়ে
হারাও নিরুদ্দেশে --
মনের তরী
যায় ভেসে যায়
প্রবল স্রোতের মাতাল হাওয়ায়
কোন অজানায়
সুদূর পারের প্রান্ত সীমায়
উতলা মন সুখাবেশে ।
.
পায়ের পায়েল মাদল তালে
কন্যা চলে হেলে দুলে
ঝনক ঝনক ঝনঝনানি
হাতের কাঁকন রিনিঝিনি
বাজনা বাজায় ---
কলির বুকে অলির মিলন
সুবাস ছড়ায় দেহলতা
ব্যাকুল হৃদয় শিহরণে
প্রণয় ডোরের তৃষা মনে
ডাক দিয়ে যায় ।
.
কোন ঘাটেতে নোঙর কন্যা
কোন বাটেতে পড়বে চরণ
ধন্য হবে ধূলিকণা
যাও বলে যাও ---
গলায় ঝুলে বেলীর মালা
পথের বালা
মন জ্বলে প্রেম জ্বালায়
সাথের সখা হবো সখী
সঙ্গী করে নাও ।
#কবি বাবুল হোসেনের এর আগের একটা কবিতা-
স্বার্থপরতা দেখতে পারেন
মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
মেঘলা দিনে বাংলা প্রেমের কবিতা নবীন কবি-আব্দুস সালাম!
মেঘলা দিনে
মেঘলা দিনে
মেঘলা দিনে মনে পড়ে --
বন্ধু তোমার কথা,
চুপি স্বরে আমায় কেন -
দেওনা তুমি দেখা।
আকাশ থেকে অঝোর দারায় --
বৃষ্টি যখন ঝড়ে,
তোমার কথা মনে হইলে-
হৃদয়ে ঝড় উঠে।
মেঘলা দিনে বারান্দায় গিয়ে --
দাড়িয়ে যখন থাকি,
বৃষ্টির দিকে তাকিয়ে শুধু -
তোমার কথাই ভাবি।
মাঝ রাতে কখনো যদি --
ঘুম ভেংঙে যায় আমার,
জানালার পাশে দাড়িয়ে অামি-
দেখি দূর আকাশ।
তারা হয়ে জ্বলবে তুমি--
আকাশের ঐ পানে,
জোনাকি হয়ে আলো ছড়াবে -
পড়বে আমার গায়ে।
শনিবার, ১০ মার্চ, ২০১৮
এই জানিস - বাংলা প্রেমের কবিতা || কবিতার কণ্ঠ!
এই জানিস
---মনিকা আক্তারএই জানিস ..
আমি কিন্তু তোকে সত্যিই ভালোবাসি
শুনেছি তুই নাকি দেশে এসেছিস
আমাকে মনে পড়েনি বুঝি ,
এই জানিস ..
আমি কিন্তু তোকে সত্যিই ভালোবাসি
তোর কি মনে আছে দুষ্ঠমি করে আমার বুকে
তোর ভালোবাসার আঁচড় দিয়েছিলে
আজও তো শুকায়নি , যত্ন করেই রেখে দিয়েছি
মাঝে মাঝে হাত দিয়ে তোকেই শুধু খুঁজি !
এই জানিস ..
তোকে না আমি সত্যিই বড় ভালোবাসি
মনে পড়ে আমাদের প্রথম মিলনের কথা
কত বোকা ছিলে তুই কিছুই যেন জানতে না
আমিই তোকে শিখিয়ে দিয়েছিলাম , দুষ্ট কোথাকার !
কি যে পাকা বাদুর তুই সারাটা দিন গলায় ঝুলে থাকতে ..
জানিস ,এখন আর গলায় কিছু পড়ি না শূন্যই পরে থাকে ,
এই জানিস ..
তোকে না আমি সত্যিই বড় ভালোবাসি
তোর কি মনে আছে আমার পিঠে তোর মুক্তা অঙ্গন
জামার ফাক দিয়ে হামেশাই তোর বাম হাতটি চলে যেতে ..
মনে পড়ে একবার তুই যেন কি এঁকে দিয়েছিলে , অসভ্য !
আমি তা দেখিনি ঠিকই
তবুও তোর ছবিটি সামনে রেখে চোখে চোখ রাখি
বিশ্বাস কর আজও ভালোবাসি ,অনেক ভালোবাসি তোকে !
স্বর্ণের যুগ বাংলা প্রকৃতির কবিতা ও ছড়া || কবিতার কণ্ঠ
মোঃ রনি হোসেন
শনিবার, ১০ মার্চ, ২০১৮
বাংলা প্রকৃতির কবিতা
, মো: রনি হোসেন
, স্বর্ণের যুগ
No comments
স্বর্ণের যুগ
---মো: রনি হোসেন
কিশোর জীবন যেন ঝলমলে জ্বলে,
স্বর্ণেরই যুগ ছিল বুঝি তিন কালে।
কুল খোঁটা ফুল খোঁটা আরো ছিল জাম,
ভোলাদের গাছে ছিল পাকা পাকা আম।
নাগর টগর ইতি আরো ছিল বিথী,
খেলাধুলার বন্ধনে ওরাই যে সাথী।
সকাল সকাল উঠে আগে করি পড়া,
মজিদ স্যারের কাছে নাহি থাকি ধরা।
বাঁশঝাড়ে খেলা ছিল দুপুরের রোদে,
ব্যাটেবলে দশ রান কাল দিবো শোধে।
বিকালের খেলা ছিল ফুটবল মাঠে,
যেইদিক হতো গোল মন নেচে ওঠে।
সন্ধ্যায় বাড়ি ফিরেই হাত পাও ধুই,
লেখা পড়া শেষ করে খেয়েদেয়ে শুই।
শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
নব্য কবি - বাংলা কবিতা কবি মুরারী দেবনাথ!
নব্য কবি
--- মুরারী দেবনাথ
--- মুরারী দেবনাথ
ঠেলে ঠেলে পচা কাঁদা পাঁক বালি
উৎসাহি কবি নদীর পানে ধায়
কোমর জলে দুকানে আঙুল গুজে
ঝুপ কোরে ডুব দেয়।
উৎসাহি কবি নদীর পানে ধায়
কোমর জলে দুকানে আঙুল গুজে
ঝুপ কোরে ডুব দেয়।
ভুস কোরে ওঠে ঠেলে
দুহাতে সরায়
চোখ মুখ থেকে নোনা জল।
আবার ডুব আবার ডুব... আবার..আবার...
ক্লান্ত কবি ফ্যাল ফ্যাল কোরে চায়
চশমা কলম টেবিল চেয়ার খাতা
কবিতা কোথায় কবিতা?
বুড়ি নদী খলখল কোরে হাঁসে
ওরে আটকুড়ির ব্যাটা
আমিই তো কবিতা
চিনতে পারিস না?
চোখ মুখ থেকে নোনা জল।
আবার ডুব আবার ডুব... আবার..আবার...
ক্লান্ত কবি ফ্যাল ফ্যাল কোরে চায়
চশমা কলম টেবিল চেয়ার খাতা
কবিতা কোথায় কবিতা?
বুড়ি নদী খলখল কোরে হাঁসে
ওরে আটকুড়ির ব্যাটা
আমিই তো কবিতা
চিনতে পারিস না?
হাঁটু পাঁকে গাঁথা
কচি কবি ডুব দেয়
কবিতা অন্ধকার
ভাড়া করা বন্ধ ঘরে
অথবা অন্য........................
কচি কবি ডুব দেয়
কবিতা অন্ধকার
ভাড়া করা বন্ধ ঘরে
অথবা অন্য........................